উত্তরবঙ্গে ট্রেন চালকদের উপস্থিত বুদ্ধিতে হাতির প্রাণ রক্ষা

 উত্তরবঙ্গে ট্রেন চালকদের তৎপরতায় প্রাণ রক্ষা হাতির 



নিজস্ব সংবাদদাতা , আলিপুরদুয়ার , ২৭ অগাস্টঃ ট্রেন চালকদের উপস্থিত বুদ্ধিতে ফের হাতির প্রাণ রক্ষা। গত বুধবার সন্ধ্যা নাগাদ নাগরাকাটা কাছে জলঢাকার জঙ্গলে একটি হাতিকে রেল লাইনের উপরে দাঁড়িয়ে থাকতে দেখে আপৎকালীন , ব্রেক কষলে , এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। বৃহস্পতিবার বিকালে আনুমানিক সন্ধ্যে ছটা নাগাদ গুলমা ও সেবক রেলস্টেশনের মাঝে রেলের হাজার১৯/৮ কিমি এলাকায়  এই ঘটনা ঘটে বলে সূত্রের খবর। ট্রেনের চালক, পরিতোষ দাস ও সহ চালক নরেশ পালের তৎপরতায় শাবক সহ এক পাল হাতি, কে বড়োসড়ো দুর্ঘটনার  হাত থেকে বাঁচানো সম্ভব হলো। উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন সূত্রের খবর এদিন বিকালে আলিপুরদুয়ার গামী০৫৭৬৭, নম্বর ইন্টারসিটি স্পেশাল ট্রেনের দুই চলক অভয়ারণ্যের জঙ্গল শাবক সহ বেশ কয়েকটি হাতিকে রেললাইন ধরে হাঁটতে দেখে ব্রেক কষে ট্রেনের চালক ট্রেনের গতি কমিয়ে দেয় এবং ট্রেন থেকে নামিয়ে দেয় পরে হাতির দলটি রেললাইন পেরিয়ে জঙ্গলে ঢুকে পড়ে। পরে ট্রেনটি পুনরায় চলতে শুরু করে। এই ঘটনায় হিমালয়ন, নেচার এন্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন এর মুখপাত্র অনিমেষ বসু জানান বন্যপ্রাণীর স্বার্থে ট্রেন চালু করা যেভাবে তাদের তৎপরতায় হাতির প্রাণ বাঁচালো প্রশংসনীয়।

( ফাইল চিত্র )

মন্তব্যসমূহ