কার্টুন দেখা নিয়ে বিবাদের জের, আত্মঘাতী দিদি
নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১৩ অগাস্টঃ কার্টুন দেখাকে কেন্দ্র করে বোনের সাথে ঝগড়া বিবাদ, আর সেই অভিমানে আত্মঘাতী হলো দিদি। এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে করণদিঘি ব্লকের বিকার হাট এলাকায় বৃহস্পতিবার দিন বিকেলে। ঘটনা সম্পর্কে জানা গিয়েছে কার্টুন দেখা নিয়ে দিদি বোনের মধ্যে ঝগড়া হয়েছিল, আর সেই অভিমানে আত্মঘাতী হয় পূজা সরকার নামে ১২ বছরের এক বালিকা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, এবং মৃতদেহটি উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। ময়নাতদন্ত হয়ে যাবার পর বালিকাটির মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া । এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন