প্রয়াত জলপাইগুড়ি জেলার প্রাণ পুরুষ যদুনাথ সরকার
কুশল দাশগুপ্ত, জলপাইগুড়ি , ২৬ অগাস্টঃ প্রয়াত হলেন ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা ও জলপাইগুড়ি জেলার প্রতিষ্ঠাতা সদস্য যদুনাথ সরকার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হয় তাঁর। বৃহস্পতিবার দুপুরে তাঁর মরদেহ নিয়ে আসা হয় জলপাইগুড়ি জেলা কার্য্যালয়ে। প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা কমিটির সদস্যরা। উপস্থিত ছিলেন অলোক চক্রবর্তী, দীপেন প্রমানিক, শ্যামল বর্মন সহ রাজ্য ও জেলা স্তরের নেতারা। বিজেপির জলপাইগুড়ি জেলার সহ সভাপতি অলোক চক্রবর্তী বলেন, প্রয়াত পার্টির বরিষ্ঠ নেতা ও জলপাইগুড়ি জেলার প্রতিষ্ঠাতা সদস্য যদুনাথ সরকার ছিলেন আমাদের অভিভাবকের মত। বয়সজনিত কারণে মৃত্যু হয়েছে তাঁর। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন দলের নেতা কর্মীরা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন