জিটিএ'তে টাকা নয়ছয় এর অভিযোগে বিদ্ধ অনিত থাপা

 অনিত থাপার বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ বিনয় তামাং এর 



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২৯ অগাস্টঃ  আনিত থাপার বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ আনলেন বিনয় তামাং। একসময় দুই রাজনৈতিক বন্ধু হাতে হাত মিলিয়ে গোর্খা জনমুক্তি মোর্চার হয়ে কাজ করেছেন। সম্প্রতি আনিত থাপা গোর্খা জনমুক্তি মোর্চার  ছেড়েছেন। এরপর থেকেই অভিযোগের তির নিক্ষেপ করছেন তার দিকে বিনয় তামাং। বিনয় তামাং জানিয়েছেন প্রচুর টাকা তছরুপ করেছেন তিনি। এই বিষয়ে তিনি রাজ্য সরকারের কাছে তদন্তের দাবি করেছেন। তিনি কালিম্পং এর বিভিন্ন দলের নেতাদের সাথে বৈঠক করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান জিটিএ তে  প্রচুর টাকা নয় ছয় করেছেন আনিত থাপা। এবং এই বিষয়ে তদন্ত হওয়া উচিত।

মন্তব্যসমূহ