উত্তরবঙ্গে হাতির তান্ডব থেকে বাঁচাতে মাইকিং বনকর্মীদের
নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি , ৬ অগাস্টঃ জলপাইগুড়ি সদর ব্লকের বারোপটিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন রঙধামালি নতুন বস্তি এলাকায় হাতির তাণ্ডব। বাসিন্দাদের জানিয়েন চারটি হাতির দল এই এলাকায় ঢুকে পড়ে। বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করেছে বলে খবর। জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশ এবং বনকর্মীরা ঘটনাস্থলে রয়েছে হাতিটিকেবল তাতারী কর্মীরা ঘটনাস্থলে রয়েছে হাতিগুলোকে বৈকন্ঠপুর বনবিভাগের বোদাগঞ্জ ফরেস্টে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। লোকালে হাতির আশায় উদ্বেগ বেড়েছে এলাকাবাসীলোকালয় হাতির আশায় উদ্বেগ বেড়েছে এলাকাবাসী। ও মানুষ ভিড় জমিয়েছেন হাতি দেখতে। হাতির দলটি দলটি এখনও এলাকায় রয়েছ। দপ্তরের তরফ থেকে মানুষকে দূরে সরে যেতে মাইকিং প্রচার করা হচ্ছেঘটনাস্থলে বৈকন্ঠপুর বনবিভাগের ডিএফও মঞ্জিলা তিরকে। ডিএফও জানান যেহেতু প্রচুর গরম হাতিগুলোকে জঙ্গলে ফেরানো সম্ভব হবে না। সন্ধ্যার দিকে হাতির দলটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হবে। তবে যে সমস্ত বাড়ির ক্ষতি হয়েছে। লোকজন বাড়ি থেকে বেরিয়ে অন্যস্থানে রয়েছে সেই বাড়িগুলোর বাসিন্দাদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান ডিএফএফ। তবে বহু বাড়িতে সকাল থেকে এখনও রান্নাবান্না বন্ধ। ঘর তালা তালা বন্ধ করে বাসিন্দারা নিরাপদ জায়গায় রয়েছেন। এলাকায় রয়েছে হাতির দলটি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন