উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে নতুন পালক , ভিস্তাডোম ট্রেনের যাত্রা শুরু

 

উত্তরবঙ্গ পর্যটনে নতুন পালক ,  যাত্রা শুরু হল ভিস্তাডোম ট্রেনের , সুচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা  



বিশেষ সংবাদদাতা  , নিউ জলপাইগুড়ি , ২৮ অগাস্টঃ আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হল ভিস্তাডোম কোচের শনিবার থেকে । এদিন সকাল ৭টা ২০ মিনিটে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা ফ্ল্যাগ অফ করেন । তার সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ জয়ন্ত রায় , বিধায়ক শঙ্কর ঘোষ , শিখা চট্টোপাধ্যায় সহ রেল কর্তারা । মন্ত্রী এবং ২ বিধায়ক ট্রেনে করে সেবক পর্যন্ত যান । সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা হয় ট্রেন । ভিস্তাডোমকে কেন্দ্র করে উত্তরের পর্যটন দিগন্ত আরও ছড়িয়ে পড়বে বলে স্বপ্ন দেখছেন পর্যটন ব্যবসায়ীরা ।  এদিকে অভিনব এই ট্রেনকে ঘিরে সাধারণের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে । খুশি রেল আধিকারিকরাও । এই উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা জানানকে কেন্দ্র সরকার উত্তরবঙ্গের সার্বিক বিকাশ নিয়ে এগিয়ে যাচ্ছে , রাজ্য সরকারের সহযোগিতা পেলে উত্তরবঙ্গের দ্রুত বিকাশ ঘটবে । পাশাপাশি তিনি কেন্দ্রে বিভিন্ন যোজনা কে বাস্তবায়িত করতে রাজ্য সরকারের সহযোগিতা না পাবার অভিযোগ তোলেন । তিনি বলেন রাজ্য সরকার এর উচিত নিজের মতভেদ কে সরিয়ে উত্তরবঙ্গের সার্বিক বিকাশ নিয়ে কেন্দ্র এর সহযোগিতা করা ।

মন্তব্যসমূহ