হিমালয়ান রেলওয়ে বেসরকারিকরণ , কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভে উত্তাল পাহাড়
কুশল দাশগুপ্ত , দার্জিলিং , ২৭ অগাস্টঃ হিমালয়ান রেলওয়ের বেসরকারিকরণে ক্রমেই ক্ষোভ বাড়ছে উত্তরে। কেন্দ্রের এই সিদ্ধান্ত কোনওভাবেই মেনে নিতে চান না পর্যটন ব্যবসায়ীদের সংগঠন থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এমনকী রেলের কর্মচারীদের একটা বড় অংশও এর বিরোধিতা করছে। কেন্দ্রের এহেন নীতি পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আজই প্রধানমন্ত্রীর কাছে দু'পাতার চিঠি পাঠিয়েছে হিমালয়ান হসপিটালিটি ট্যুরিজম ডেভলোপমেন্ট নেটওয়ার্ক (HHTDN)। সংগঠনের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল জানান, টয়ট্রেন ইউনেসকোর স্বীকৃত হেরিটেজ। বেসরকারিকরণ করা হলে পর্যটন শিল্পে বড় প্রভাব পড়বে। হস্তক্ষেপ দাবি করে মুখ্যমন্ত্রীর কাছেও চিঠি পাঠাচ্ছে তারা। গতকালই এর বিরোধিতায় সুর চড়ান প্রাক্তন পর্যটনমন্ত্রী গৌতম দেব। আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাহাড়ের অনীতপন্থী দলের মুখপাত্র কেশবরাজ পোখরেল জানান, দার্জিলিংয়ের গর্ব টয়ট্রেন। পাহাড়বাসীর সঙ্গে এর সম্পর্ক আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। বিজেপি সরকার একের পর সরকারি প্রতিষ্ঠান বিক্রি করছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন