দক্ষিণেশ্বর - নোয়াপাড়া মেট্রো লাইনের লাগোয়া রাস্তায় ধস

 

দক্ষিণেশ্বর - নোয়াপাড়া মেট্রো লাইনের পাশে ধস 



সজল দাশগুপ্ত , কলকাতা , ১৩ অগাস্টঃ  দক্ষিণেশ্বর নোয়াপাড়া মেট্রো লাইনের একেবারে লাগোয়া বেলঘরিয়া এক্সপ্রেস ওয়েতে প্রায় ২০০ মিটার এলাকাজুড়ে ধস নেমেছে। যদিও ধস নামার ফলে মেট্রো রেল চলাচল ব্যাহত হয় নি। খুব ধীরগতিতে চলছে মেট্রোরেল। যুদ্ধকালীন তৎপরতায় বালির বস্তা এবং বর্ডার দিয়ে মেরামতির কাজ করা হচ্ছে। মেট্রো রেল সূত্রে খবর জানানো হয়েছে বেশ কয়েকদিন ধরে লাগাতার ও প্রবল বৃষ্টির জন্য দক্ষিণেশ্বর নোয়াপাড়া লাইনের বরাহনগর স্টেশনের  সামনে এই  ধস নেমেছে বলেছে মনে করা হচ্ছে । এবং খুব দ্রুত চেষ্টা করা হচ্ছে সবকিছু ঠিক করার। মেট্রোরেল যাতে স্বাভাবিক গতিতে চালানো যায় সেই কারণে খুব দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা জুড়ে মেরামতের কাজ চলছে। ধসের জায়গায় ফেলা হচ্ছে বোল্ডার , লাগানো হয়েছে তারের জালি। 

মন্তব্যসমূহ