বানরের আতঙ্কে জেরবার জলপাইগুড়ি

 

বানরের সেনার হানায় জেরবার জলপাইগুড়ি 



নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি , ২৬ অগাস্টঃ   খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে তাণ্ডব চালাচ্ছে শতাধিক বানর। মানুষের ঘরে‌র ভেতরে ঢুকে রীতিমতো খাবার লুঠ করছে তারা। জলপাইগুড়ি‌র পাতকাটা এলাকার এই ঘটনা‌কে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। লোকালয়ে এসে হুড়োহুড়ি করতে গিয়ে তারা মানুষের বাড়িতে ঢুকে খাবার খেয়ে নিচ্ছে বলে অভিযোগ। এমনকি রান্না ঘরে ঢুকেও হাড়ি থেকে ভাত খেয়ে নিচ্ছে। তাড়িয়ে দিলেও আবার ফিরে আসে তারা। মূলত লোকালয়ে‌র বিভিন্ন বাড়ির বাগানে পেয়ারা সহ বিভিন্ন ফল খাওয়া‌র লোভেই এই বানর বাহিনীর আগমন বলে অভিযোগ করছেন পাতকাটা এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দা উজ্জ্বল গাঙ্গুলি বলেন, বিভিন্ন রকমের ফল খাওয়া‌র লোভে প্রতি বছরই এই এলাকায় চলে আসে একদল বানর। পাতকাটা, ডেঙ্গুয়াঝাড়, করলাভ‍্যালি সহ বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াতে দেখা যায় তাদের।

মন্তব্যসমূহ