তৃতীয়বারের জন্য জিতে , এই প্রথম উত্তরবঙ্গ সফরে মমতা

 

সেপ্টেম্বরে উত্তরবঙ্গ সফরে মমতা 



বিশেষ প্রতিনিধি , শিলিগুড়ি , ২৬ অগাস্টঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে জিতে তৃতীয়বারের জন্য রাজ্য সরকার গঠন করেছেন। বিশেষ সূত্রে জানা গিয়েছে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি উত্তরবঙ্গ সফরে আসতে চলেছেন। তবে এখনো সফরসূচির দিন নির্ধারিত হয়নি , খুব সম্ভবত তিনি আগামী মাসে উত্তরবঙ্গ সফরে আসবেন বলে জানা গিয়েছে। বিভিন্ন দলীয় কর্মসূচি  সংক্রান্ত বিভিন্ন বিষয় এর কারণে তিনি উত্তরবঙ্গ সফরে আসবেন বলে জানা গিয়েছে। একাধিকবার উত্তরবঙ্গ সফরের পরিকল্পনা করেও তিনি আসতে পারেননি, খারাপ আবহাওয়া এর কারণে বারবার উত্তরবঙ্গ সফরে আসা বাতিল করেছেন তিনি । সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে আসবেন। লাগাতার বৃষ্টিপাতের কারণে পাহাড় অঞ্চলের বিভিন্ন জায়গায় ধস নেমে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রচুর মানুষ জলে আটকে রয়েছেন। মূলত উত্তরবঙ্গের সাধারণ মানুষের পাশে দাঁড়াবার জন্য তিনি সফরে আসতে চলেছেন। উত্তর কন্যায় উত্তরবঙ্গ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আধিকারিকদের সাথে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত ২০১১ সালে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার গঠন করার পর একাধিকবার তিনি উত্তরবঙ্গ সফরে এসেছেন। বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেছেন , উত্তরকন্যা তে বৈঠক করেছেন আধিকারিকদের সাথে। এরপরে ২০১৯ সালে লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস বিধ্বস্ত হয় উত্তরবঙ্গ সহ গোটা রাজ্যে। কিন্তু সম্প্রতি সমাপ্ত হওয়া বিধানসভা নির্বাচনে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়িয়েছে, তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছে রাজ্যে। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর কে নিয়ে  উচ্ছ্বাসিত উত্তরবঙ্গবাসী।

মন্তব্যসমূহ