সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
দার্জিলিং পুলিশ ফাঁড়িতে পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু
পুলিশ ফাঁড়িতে অস্বাভাবিক মৃত্যু পুলিশ কর্মীর , চাঞ্চল্য
নিজস্ব সংবাদদাতা , দার্জিলিং , ২৯ অগাস্টঃ পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু । সেবক ফাঁড়িতে কর্মরত ছিলেন তিনি । পুলিশ কর্মীর নাম সুদীপ ছেত্রী (৪৬) । তিনি মালদার বাসিন্দা । কর্ম সূত্রে তিনি সেবকে ভাড়া থাকতেন । গতকাল রাতে নিজের ভাড়া বাড়িতে সার্ভিস রিভলবার দিয়ে নিজেকে গুলি করে বলে পুলিশ সূত্রে জানা গেছে । রাতেই তাকে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয় । সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । বিগত দু’বছর ধরে তিনি দার্জিলিং জেলার কাশিয়ানী থানার অন্তর্গত সেবক ফাঁড়িতে কর্মরত ছিলেন । তার পরিবার শিবমন্দির এলাকায় ভাড়া থাকতেন । পরিবারের লোকের সঙ্গে কথা বলে জানা গিয়েছে এ ধরনের ঘটনা যে তিনি ঘটাবে এর কোন রকম পূর্বাভাস তারা পাননি । প্রতিনিয়ত তাদের সঙ্গে কথা হত ,কোনরকম অসুবিধা প্রকাশ করেনি কোন দিনও । পরিবারে স্ত্রী ও মেয়ে রয়েছে । পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন