মাসের শেষ দিন বন্ধ থাকবে রেশন দোকান

 

এবার থেকে মাসের শেষ দিনে  রেশন দোকান বন্ধ  



নিজস্ব সংবাদদাতা , কলকাতা , ২১ জুলাইঃ এবার থেকে মাসের শেষ দিন রেশন দোকান বন্ধ থাকবে। মাসের শেষে সার্ভার বন্ধ করার প্রয়োজনীয়তা থাকে, কম্পিউটার এ ডেটা আপলোড করা হয়। ডাটা আপলোডের এই কারণে করা হয় যাতে  গ্রাহকরা তাদের বরাদ্দ খাদ্য সামগ্রী সঠিকভাবে পেতে পারে। সাধারণত সপ্তাহের প্রথম দিন সোমবার, এবং রবিবার এর দ্বিতীয় বেলায় রেশন দোকান দোকান বন্ধ থাকে। এখন থেকে সংযুক্ত হল মাসের শেষ দিন রেশন দোকান বন্ধ থাকবে, জুলাই মাস থেকে এই নিয়ম কার্যকর হবে। এছাড়াও আরও জানানো হয়েছে গ্রাহকরা তাদের প্রতি মাসের বরাদ্দ খাদ্য সামগ্রী একবারে তুলে নিতে পারবেন।

মন্তব্যসমূহ