উন্নত পরিষেবা দিতে ঢেলে সাজানো হচ্ছে শিলিগুড়ি মাতৃ সদন
কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২৫ জুলাই শিলিগুড়ি পুর নিগমের অধীনস্থ ডাবগ্রাম মাতৃ সদন সরজমিনে পরিদর্শন । উক্ত মাতৃ সদনটির সামগ্রিক উন্নয়ন করতে আমরা বদ্ধপরিকর । এখানে আমরা মায়েদের অপারেশনের ব্যবস্থা, শয্যা সংখ্যা বাড়ানো, স্বাস্থ্য বিষয়ক একটা প্রশাসনিক ভবন তৈরি, টিকাকরণ কেন্দ্র ইত্যাদি অবিলম্বে গড়ে তুলবো । উপস্থিত ছিলেন এস ডি ও শিলিগুড়ি, মুখ্য স্বাস্থ্য আধিকারিক দার্জিলিং ও জলপাইগুড়ি, প্রিসিপাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, পুর কমিশনার, বাস্তুকার বৃন্দ সহ অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিক বৃন্দ ।
এদিন পুরসভার প্রধান প্রশাসক জানান শিলিগুড়িতে একটা সুস্থ চিকিৎসা কেন্দ্রের খুব প্রয়োজন,সে কারণে এই মাতৃসদনটিকে সুস্থ ব্যাবস্থা করতে আমরা বদ্বপরিকর।আগামীদিনে যেকোন জরুরী পরিষেবা যাতে মানুষ এখান থেকে পান সেটা দেখাও আমাদের কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়বে।মানুষ দুর থেকে আসেন এখানে চিকিৎসার জন্য।তাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে উন্নত পরিষেবা দিতে আমরা দায়বদ্ধ বলে জানান শিলিগুড়ি পুরসভার প্রধান প্রশাসক।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন