চোরাই মদ ও আফিম রাখার অভিযোগে আটক শাসক দলের এক প্রাক্তণ নেতা
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২৫ জুলাইঃ বাড়ির মধ্যে ছিল চোরাই মদ এবং আফিম , এই অভিযোগে পুলিশ আজ কলেজপাড়ার বাড়ি থেকে বিশ্বজিৎ বিশ্বাসকে গ্রেপ্তার করে।ধৃত ব্যক্তি তৃণমুল কংগ্রেসের প্রাক্তন নেতা বলে একটি সুত্রে খবর পাওয়া গেছে।যদিও শাসক দলের তরফে অবশ্য এড়িয়ে যাওয়া হয়েছে বিষয়টি। বিশ্বজিৎ বিশ্বাসের কাছ থেকে মোট ৪০লক্ষ টাকার জিনিস পাওয়া গেছে বলে জানা গেছে।শিলিগুড়ি এবং প্রধাননগর থানার পুলিশ ওই ব্যক্তিকে বহুদিন ধরেই খুজে বেড়াচ্ছিলো বলে জানা গেছে।তার সাথে আরও কতজন আছে সেই ব্যাপারে তাকে জিঞ্জাসা করছে পুলিশ।পুলিশের আনুমান ওই চোরাই জিনিস নেপাল এবং বিহারে পাচার করত ওই ব্যক্তি। বিশ্বজিৎ বিশ্বাস আরও অন্য কোন চোরাই কারবারের সাথে যুক্ত আছেন কি না , তা জানা যায় নি।এদিকে বিশ্বজিৎ বিশ্বাসের গ্রেপ্তারের ব্যাপারে কোন মন্তব্য করতে চান নি দার্জিলিং জেলার তৃণমূল নেতৃত্ব।এই ব্যাপারে কেউ কিছু জানেন না বলে জানিয়েছেন দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি রঞ্জন সরকার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন