কলকাতার ওয়ার্ডে ওয়ার্ডে বনমহোৎসব পালন

 

বনমহোৎসব পালন কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডে 





নিজস্ব সংবাদদাতা , কলকাতা , ২৫ জুলাইঃ গোটা রাজ্য জুড়ে চলছে  বন মহোৎসব । চলছে বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই। সবুজায়নের লক্ষ্যে গোটা পৃথিবীর সঙ্গে সামিল আমাদের কলকাতাও । নিজের একশো নয় নং ওয়ার্ডে বৃক্ষরোপন করলেন ওয়ার্ড কোয়ার্ডিনেটার অনন্যা ব্যানার্জী।নিজে দাড়িয়ে থেকে শুধুমাত্র চারাগাছ রোপন করার সাথে সাথে গোটা ওয়ার্ডে বৃক্ষরোপন করালেন।এবং ওয়ার্ডের মানুষকে বোঝালেন  বৃক্ষরোপন এর প্রয়োজনীয়তা।তিনি জানালেন আগামীদিনে আরও বৃক্ষরোপনের কর্মসূচির পরিকল্পনা রয়েছে তাঁর ।তিনি এও জানালেন আগামীদিনে গোটা ওয়ার্ডের মানুষকে সঙ্গে নিয়ে এই কর্মসূচি তিনি পালন করলেন ।এদিন ১০৯ নং ওয়ার্ডের কোয়ার্ডিনেটারের সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের  উচ্চ নেতৃত্ববৃন্দ ।

মন্তব্যসমূহ