করোনা সচেতনতায় জলপাইগুড়ির পথে জেলা ম্যাজিস্ট্রেট
নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি , ৩১ জুলাইঃ বিধি নিষেধ এর মেয়াদ বাড়ার সাথে সাথেই সচেতনতা প্রচারে পথে ম্যাজিস্ট্রেট। করোনা আক্রান্তের সংখ্যা নতুন করে বাড়তে শুরু করেছে, বাড়তেছে মৃতের সংখ্যাও। সেইসাথে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে যেকারণে চিন্তিত প্রশাসন। আর যে কারণেই প্রশাসনের পক্ষ থেকে চলছে সচেতনতা মূলক প্রচার। জলপাইগুড়ি জেলা জুড়ে প্রশাসনের পক্ষ থেকে মাস্কবিহীন মানুষদের যেমন সচেতন করা হচ্ছে সেই সঙ্গে রাত ন'টার পরে যারা বেরোচ্ছেন তাদের চলছে জিজ্ঞাসাবাদ এমনকি আটক করা হচ্ছে। শুক্রবার জলপাইগুড়ি শহরের ২ নং ঘুমটি বস্তি এলাকা সহ বিভিন্ন এলাকায় করোনা সচেতনতামূলক প্রচার চালানো হয়। এদিন পুলিশ, সেল্ফ হেল্প গ্রুপের কর্মী সহ সিভিক ভলেন্টিয়ারদের সাথে পথে নামলেন খোদ ডেপুটি মেজিস্ট্রেট এম সুববা। মানুষকে সচেতন করলেন তিনি। প্রত্যেকেই যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন তার জন্য আবেদন করলেন । করোনার থেকে বাঁচতে হলে যে সবাইকে সচেতন হতে হবে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে তা তিনি সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন