রাজ্যে কবে চালু হতে পারে লোকাল ট্রেন পরিষেবা ?
সজল দাশগুপ্ত , কলকাতা , ২১ জুলাইঃ অবশেষে লোকাল ট্রেন চালানোর ছাড়পত্র দিল নবান্ন। তবে এখনই নয় দূর্গা পূজার পরে আগামী ৫ ই নভেম্বর রাজ্যে লোকাল ট্রেন চালানো নিয়ে বৈঠক করা হবে রেলওয়ে অধিকর্তারা দের সাথে। প্রসঙ্গত করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ শুরু হবার পর পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ ছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পরে বিভিন্ন রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা শুরু হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এখনো লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। জরুরী বিভাগ এর সাথে যুক্ত যারা আছেন তাদের যাতায়াতের সুবিধার জন্য স্টাফ স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। পুজোর পরে রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু হলেও মানতে হবে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি। শতকরা ৫০ শতাংশ যাত্রী উঠতে পারবেন লোকাল ট্রেনে, মাক্স পরা আবশ্যক মূলক। লোকাল ট্রেন গুলি স্যানিটাইজ করতে হবে। একেকটি লোকাল ট্রেনে ৬০০ জন যাত্রী উঠতে পারবেন । টিকিট কাটার পদ্ধতি পরিবর্তন হবে কিনা সেই সম্পর্কে কিছু বলা হয়নি। এছাড়া লোকাল ট্রেনে হকার উঠতে পারবেন কিনা সে সম্পর্কেও কিছু জানানো হয়নি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন