উত্তরবঙ্গে আটক বিপুল পরিমান গাঁজা

 পাচারের আগেই. ১০০ কেজি গাঁজা আটক উত্তরবঙ্গে 



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২৩ জুলাইঃ উত্তরবঙ্গ এখন মাদক পাচারের কড়িডোর । এখান দিয়েই  নেপাল , বাংলাদেশ মাদক নিয়ে যাবার একটা পথ তৈরি হয়েছে। পুলিশের কড়া নজরদারিতে ধরা পড়ছে বিপুল পরিমানে মাদক। গাঁজা তো আছেই , সঙ্গে উদ্ধার হচ্ছে ব্রাউন সুগার , ইয়াবা ট্যাবলেটের মত মাদক। এবার আটক বিপুল পরিমান গাঁজা ।   শিলিগুড়ির প্রধান নগরের কানকাটা মোড় থেকে উদ্বার করা হল একশো কেজী গাজা।আজ শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ এবং এন এস জির যৌথ অভিযানে এই একশো কেজী গাজা উদ্ধার করা হয়।যে ৫ জনকে আটক করা হয়েছে তারা সকলেই বিহারের বাসিন্দা বলে জানা গেছে।এবং তাদের প্রত্যেকেরই বয়স তিরিশের মধ্যে।খবরে জানা গেছে ধৃতরা এদিন একটি চার চাকার গাড়িতে করে গাজা নিয়ে নেপালের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলো । পথে পুলিশ তাদের পথ আটকায় এবং গাড়ি থেকে গাজা আটক করে। আটক ব্যাক্তিদের বর্তমানে প্রধাননগর থানায় রাখা হয়েছে।

মন্তব্যসমূহ