সেভ ড্রাইভ , সেভ লাইফ কর্মসূচীর পঞ্চম বর্ষ পূর্তি

 

গোটা উত্তরবঙ্গে জুড়ে পালিত হল ' সেভ ড্রাইভ ,সেভ লাইফ" এর পঞ্চম বর্ষ পুর্তি 



সজল দাশগুপ্ত , ৮ জুলাইঃ  বৃহস্পতিবার জলপাইগুড়িতে আনুষ্ঠানিকভাবে শুরু হল ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ। সাতদিন ধরে চলবে বিভিন্ন অনুষ্ঠান। এই উপলক্ষে বৃহস্পতিবার থানা মোড়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ট্রাফিক নিরাপত্তা সপ্তাহের সূচনা করেন আইজি দেবেন্দ্র‌প্রকাশ সিং। করোনা বিধি মেনে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে ট্রাফিক নিরাপত্তা সপ্তাহে মানুষকে সচেতন করা হয়। জেলা পুলিশের বিভিন্ন আধিকারিক সহ সিভিক পুলিশরাও এখানে উপস্থিত ছিলেন। মানুষকে সচেতন করার পাশাপাশি বাইক আরোহীদের নিজেদের সুরক্ষিত থাকার বার্তা দেওয়া হয়।সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার উপলক্ষে  জেলা পুলিশের উদ্যোগে রোড সেফটি উইক চলবে আগামী সাতদিন ধরে। বাইক চালকদের বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পড়ে বাইক চালাতে হবে। নিজের জীবনের সাথে অন্যের জীবনকে বাঁচাতে হবে। অনুষ্ঠান শেষে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে একটি সচেতনতা র‍্যালিবের করা হয়।  জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবষী' দত্ত সহ উপস্থিত ছিলেন উত্তর‌বঙ্গের আই জি দেবেন্দ্র‌প্রকাশ সিং, ডিআইজি আন্না‌প্পা ই সহ অনেকে।



 জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশে ময়নাগুড়ি থানা হাইওয়ে ট্রাফিক ও ময়নাগুড়ি , ট্রাফিক যৌথ উদ্যোগে ময়নাগুড়ি ট্রাফিক মোড়ে পথে হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হয় এদিন এই উপলক্ষে ময়নাগুড়ি থানার পক্ষ থেকে সিভিক ভলেন্টিয়ার দের একটি বাইক রেলি বের করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি ট্রাফিক ওসি বাল্মিকী লোহার ও ময়নাগুড়ি হাইওয় ট্রাফিক ওসি সোমেশ্বর পাল উপস্থিত ছিলেন এদিন সোমেশ্বর পাল ও বাল্মিকী লোহার হেলমেট গুলি হেলমেট বিহীন বাইক আরোহী দের মাথায় হেলমেট তুলে দেন মূল উদ্দেশ্য হলো হেলমেট বিহীন চালকদের সচেতন করার জন্যই এই অনুষ্ঠান।

 মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্দোগে সেফ ড্রাইভ সেভ লাইফের ৫ বছর পূর্তি উপলক্ষে একটি বাইক মিছিলের আয়োজন।



বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ মালদা শহরের রবীন্দ্র এভিনিউ থেকে বাইক মিছিল শুরু হয় এবং শহর পরিক্রমা করে শেষ হয় মালদা শহরের গৌড় রোড মোড়ে।

উপস্থিত ছিলেন ডিএসপি (ট্রাফিক) বিপুল ব্যানার্জি, ট্রাফিক ওসি বিপুল পাল সহ অন্যান্য পুলিশ অফিসারেরা।  সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে মানুষকে সচেতন করতে বাইকের মধ্যে প্ল্যাকার্ড আটকে মিছিলে অংশ নেন পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা।

মন্তব্যসমূহ