পুর উন্নয়নকে ত্বরয়ান্বিত করতে শিলিগুড়িতে ভিডিও কনফারেনস রুম
কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ৩০ জুলাইঃ শিলিগুড়ির কর্পোরেশনে আজ তৈরী হল ভিডিও কনফারেনস রুম।আজ এই ঘরটির উদ্বোধন করলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।তিনি আজ সকালে এই রুমটির উদ্বোধন করেন।সঙ্গে ছিলেন শিলিগুড়ি পুরসভার বিরোধী দলনেতা রঞ্জন সরকার এবং সোনাম ওয়াং দি ভুটিয়া।আজ সকালে এই হলের উদ্বোধন করে পর্যটনমন্ত্রী জানান বর্তমান যুগে মানুষের বড় বেশী প্রয়োজন হয়ে পড়েছে এই কনফারেনস রুমের,এতে একদিকে যেমন সময় বাচবে অন্যদিকে কাজও তাড়াতাড়ি হবে।শিলিগুড়ির সবকয়টি বোরোকেই এই আওতায় আনতে হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন