শিলিগুড়িতে বনমহোৎসব

 

শিলিগুড়ি পৌরসভায় বনমহোৎসব এর সূচনা করলেন পুর প্রশাসক গৌতম দেব



নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, 15 জুলাইঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় শুরু হয়েছে সারা পশ্চিমবঙ্গব্যাপী বনমহোৎসব।শিলিগুড়ি পুরসভার প্রধান প্রশাসক গৌতম দেব উদ্বোধন করলেন বনমহোৎসবের।এদিন প্রায় একশোটির বেশী জায়গায় চারাগাছ রোপন করেন তৃণমূল কর্মীরা।তাদের সাথে চারাগাছ লাগিয়ে সাহায্য করেন বিভিন্ন ইষ্কুলের ছাত্রছাত্রীরা।এদিন গৌতম দেব জানান বর্তমান পরিস্থিতিতে বৃক্ষরোপন করা একান্তই জরূরী হয়ে পড়েছে।গাছ মানুষকে প্রকৃতির রোষ থেকে বাচিয়ে রাখে।তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাজুড়ে বৃক্ষরোপন করা হবে।এদিন গৌতম দেবের সাথে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকার এবং অন্যান্য তৃণমূল নেতৃত্ব।দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার জানান আগামীদিনে গোটা শিলিগুড়ি জুড়েই গাছ লাগানোর পরিকল্পনা করছে তৃণমূল কংগ্রেস,যেখানে সমস্ত ইষ্কুলের ছাত্রছাত্রীদের দিয়ে গাছ লাগানো হবে।আগামী তিনমাস ধরে চলবে গাছ লাগানোর কাজ।

মন্তব্যসমূহ