রাত থেকে রাস্তায় বাচ্ছা কোলে ভ্যাকসিনের অপেক্ষায়
কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ৩১ জুলাইঃ ভ্যাকসিন নিতে লাইনে মানুষ।গতকাল বিকেল থেকেই শিলিগুড়ির মাতৃসদনে ভ্যাকসিন নেবার জন্য অপেক্ষায় মানুষ।মহিরারা ছুটে এসেছেন তাদের বাচ্চাদের কোলে নিয়ে,সঙ্গে বাচ্চাদের খাবার এবং রাত্রে শোয়ার সরঞ্জাম।বেশীর ভাগ মহিলাই এসেছেন সাধারণ ঘরের থেকে,টাকা পয়সা দিয়ে যাদের পক্ষে ভ্যাকসিন নেওয়া কোনমতেই সম্ভব নয়।রাতে মাতৃসদনের বারান্দায় অপেক্ষায় তারা,কখন টোকন পাওয়া যাবে অথবা কখন ভ্যাকসিন।আশেপাশের বসবাসকারী মানুষেরা তাদের সাহায্য করছেন,কখনো বাচ্চাদের শোয়ার ব্যাবস্থা করে দিচ্ছেন অথবা কখনো জরুরি জিনিস।পুলিশও যথাসাধ্য চেষ্টা করে চলেছেন ওই সব অপেক্ষায় থাকা ভ্যাকসিন নিতে আসা পুরুষ কিংবা মহিলাদের।তিন থেকে পাচটা লাইন কতজন পাবেন জানেন না কেউই কিংবা আর কতখানি অপেক্ষা করতে হবে।মাতৃসদনের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে এর বেশী কেউ লাইনে দাড়াবেন না,কিন্তুু কে শোনে কার কথা।যদি কোনমতে প্রথম ডোজটা হয়ে যায় দ্বিতীয় ডোজ নিশ্চিত।গতকাল বিকেল তিনটে থেকে লাইনে দাড়িয়ে মহিলারা,এখন প্রায় নটা বাজে অপেক্ষা কখন শেষ হবে জানেন না কেউই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন