শিলিগুড়ির জাতীয় সড়কে আর চলবে না টোটো
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ৩১ জুলাইঃ জাতীয় সড়কে সবরকমের টোটো নিষিদ্ধ করা হল শিলিগুড়িতে।আদালত রায় দেবার পরও শিলিগুড়িতে রমরমিয়ে চলছিলো নাম্বারবিহীন এবং নাম্বারযুক্ত টোটো।সেগুলো আজ থেকে সম্পুর্ন নিষিদ্ধ করা হল।আজ সকাল থেকেই পুলিশের ব্যাপক ধরপাকড় শুরূ হয় টোটোকে নিয়ে।কিছুক্ষনের মধ্যে সম্পুর্ন ফাকা করে দেওয়া হয় জাতীয় সড়ক।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এর পরেও যদি কোন টোটোকে জাতীয় সড়কে চলাচল করতে দেখা যায় তাহলে তার মোটা অঙ্কের জরিমানা হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন