শিলিগুড়িকে জঞ্জাল মুক্ত ও পরিচ্ছন্ন রাখতে বায়োমাইনিং এর সুচনা

 

শিলিগুড়ি শহরকে পরিচ্ছন্ন রাখতে বায়োমাইনিং প্রকল্পের সুচনা 



কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২৯ জুনঃ  পঃবঃ সরকারের ১৮ লক্ষ টাকা আর্থিক সহায়তায় এবং কোলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি -র তত্ত্বাবধানে শিলিগুড়ি পুর নিগমের ডাম্পিং গ্রাউন্ডে বায়োমাইনিং প্রকল্পের শুভ সূচনা করলেন শিলিগুড়ি পুরসভার প্রধান প্রশাসক গৌতম দেব এবং দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকার।গৌতম দেব পরে জানান এর ফলে সহজেই ময়লা পরিষ্কার করে ফেলা যাবে খুব কম সময়ের মধ্যে।এতে একদিকে যেমন শিলিগুড়ি শহর পরিচ্ছন্ন থাকবে তেমনি অন্যদিকে সাফাই কর্মচারীদের হয়রানী হতে হবে না।

মন্তব্যসমূহ