প্রবল বৃষ্টিতে কার্শিয়াংয়ে জাতীয় সড়কে ধস , শিলিগুড়ি - দার্জিলিং বিচ্ছিন্ন

 টানা বৃষ্টিতে কার্শিয়াংয়ে জাতীয় সড়কে ধস , শিলিগুড়ি - দার্জিলিং বিচ্ছিন্ন 


নিজস্ব সংবাদদাতা , তিনধারিয়া, ২৫ জুনঃ টানা বৃষ্টিতে শুক্রবার সকালে কার্শিয়াংয়ের তিনধারিয়ায় ধস।ধসের জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে ৫৫ নম্বর জাতীয় সড়কের একটি অংশ। ইতিমধ্যেই জেলা প্রশাসন ও জিটিএ এর তরফে ধস সরানোর কাজ শুরু হয়েছে।খবর পেয়ে দার্জিলিং জেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল নিয়ন্ত্রনের কাজ শুরু করে।আশেপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানেও নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত, গতবছরও টানা বৃষ্টির জেরে ধসের ফলে তিনধারিয়ার কাছে ৫৫ নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছিল।সেইসময় শিলিগুড়ি-দার্জিলিং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়।

মন্তব্যসমূহ