কলকাতা সহ সারা রাজ্যে আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
নিজস্ব সংবাদদাতা , কলকাতা , ২৯ জুনঃ মঙ্গলবার সকাল থেকে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতেও আকাশ মেঘলা রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে বিকেলের দিকে বৃষ্টিপাত হতে পারে। তবে মঙ্গলবার থেকে একটানা শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলা গুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এই কথা জানানো হয়েছে। আগামী পয়লা জুলাই থেকে দক্ষিণবঙ্গের কলকাতাসহ বিভিন্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী শনিবার পর্যন্ত। এই কয়দিন সেই রকম কোন তাপমাত্রার হেরফের হবে না আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগাম জানিয়ে দেওয়া হয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন