মাদকের পর এবার উত্তরবঙ্গে আটক গরু পাচারকারী

 

গরু পাচারকারী সন্দেহে আটক ২ 



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি, ২৫ জুনঃ করোনার সময়ে সারা রাজ্য জুড়ে , বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে পাচার থেকে চলছে নানা অপরাধমূলক কাজ। এই কাজ রুখতে বদ্ধপরিকর পুলিশ ও প্রশাসন। উত্তরবঙ্গ এখন মাদক ও গরু পাচারের একটি রুট হিসেবে পরিচিত হয়ে উঠেছে। আর পুলিশি অভিযানে ধরাও পরছে পাচারকারীরা। এবার গরু পাচারকারী সন্দেহে আটক ২। গরু চোর সন্দেহে এক মহিলা এবং এক যুবককে আটক করল এনজেপি থানার পুলিশ। জানা  গিয়েছে, শুক্রবার একটি গরু নিয়ে হেঁটে যাচ্ছিল ওই দুজন।শিলিগুড়ির নৌকাঘাট মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।দুজনের কথায় অসঙ্গতি মেলায় সন্দেহ হয় ট্রাফিক পুলিশের।এরপরই তাদের এনজেপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।পুলিশ সূত্রে খবর, দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

মন্তব্যসমূহ