দিদিমনির ক্যান্টিন' অন্ন যোগাচ্ছে দূরদূরান্ত চিকিৎসা করাতে আসা রোগীর পরিবারকে


 উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে করোনা চিকিৎসা করাতে আসা রোগীর পরিবারের একেবারে বিনামূল্যে অন্নের সংস্থান ' দিদিমনির ক্যান্টিন'  এ



কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি, ২৭ জুনঃ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করাতে এসে আটকে পড়েছেন বহু রোগী ও তার পরিবার পরিজন।করোনা মোকাবিলায় রাজ্যের বিধিনিষেধের জেরে বন্ধ গণপরিবহন।এই পরিস্থিতিতে দূর দূরান্ত থেকে আসা রোগীর পরিবার পরিজনদের ভরসা ‘দিদিমণির ক্যান্টিন’।বিনামূল্যে তাদের খাবারের ব্যবস্থা করছেন স্কুল শিক্ষিকা সুনন্দা সরকার।দুপুর ২টো বাজতেই মেডিক্যাল চত্বরে হাজির হয় দিদিমণির ক্যান্টিন।বিভিন্ন দিন মেনুতে থাকে ভাত, ফ্রাইড রাইস, ডিম, মাংস, পনির, সয়াবিন। শিক্ষিকা সুনন্দা সরকার জানান, গত ১৪মে থেকে খাবারের ব্যবস্থা করছি।প্রয়াত ঠাকুরমা আশলতা ফাউন্ডেশন এর নামে এই কাজ করছি।যতদিন রাজ্যে বিধিনিষেধ চলবে ততদিন খাবারের ব্যবস্থা করবো।প্রতিদিন প্রায় দুই শতাধিক রোগীর পরিজন,স্বাস্থ্যকর্মী, অ্যাম্বুলেন্স চালক তার রান্না করা খাবার খাচ্ছেন।তার এই কাজে সহযোগিতার হাত বাড়িয়েছেন তার স্বামী এবং মিঠু পাল ও অমল পাল।

মন্তব্যসমূহ