রবিবাসরীয় সাহিত্যের বেহালার দিন প্রতিদিন - কাব্যানু / সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি

 

আমাদের নিয়মিত সাহিত্য সাধনা             

   


শ্রদ্ধেয় সাহিত্যিক  তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনার অঞ্জলি । 
 সাময়িক বিরতির পর এসেছে ,  "তপন উবাচ"  ,  ফিরলেন আরেক সৃষ্টি ' কাব্যানু ' নিয়ে , আরো নতুন অনুভূতি আপনাদের সঙ্গে ভাগাভাগি করার  জন্য তাঁর নবতম সৃষ্টির উপস্থাপনা ।

                                          কাব্যানু  /   ১   



তপন উবাচ

না-পাওয়ারা ঠুকতে থাকে বুকে

  আকাঙ্খারা বাড়ায় অবসাদ

আহা, ইচ্ছেরা নাছোড় যদি হয়

 তবে ডিঙি মেরে পেড়ে নিই চাঁদ।

আলোকচিত্র  : অভীক ব্যানার্জী

                                          কাব্যানু  /   ২     




খুঁজে বেড়িয়েছে দোরে দোরে ঘুরে

  আশ্রয়-শিবির

যার কেউ নেই তার জন্য আছে

  সমগ্র পৃথিবী।

আলোকচিত্র  : কমল মজুমদার


                                          কাব্যানু  /   ৩     




ভুলতে চাইলে ভোলা কি যায়
  মাইল মাইল বনোদ্যান
শহরে এসেও কথা বলছে
 বুকের মধ্যে চা-বাগান।

আলোকচিত্র  : প্রদীপ মজুমদার
মুন্নারে তোলা

মন্তব্যসমূহ