ভ্যাকসিন নিয়ে রাজ্যকে তোপ রাজ্য বিজেপি সভাপতির

রাজ্যে ভ্যাকসিনের সিন্ডিকেট চলছে -উত্তরবঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ  



নিজস্ব সংবাদদাতা ,  শিলিগুড়ি, ২৮ জুনঃ রাজ্যে ভ্যাকসিন নিয়ে সিণ্ডিকেট চলছে।কাটমানি পাওয়া যাচ্ছে।সেই কাটমানি কলকাতা থেকে শিলিগুড়ি কোথাও বন্ধ নেই।শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার তিনদিনের উত্তরবঙ্গ সফরে আসেন দিলীপ ঘোষ।বিজেপি নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠকেও বসেন।সোমবার শিলিগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন, সেখানে ভ্যাকসিন নিয়ে একাধিক অভিযোগ করেন।তিনি বলেন, কেন্দ্র বিনামূল্যে ভ্যাকসিন দিলেও রাজ্য ভ্যাকসিন নিয়ে ব্যবসা করছে।টাকা দিয়ে মানুষকে ভ্যাকসিন নিতে হচ্ছে। কলকাতার ভুয়ো ভ্যাকসিন কান্ডে গ্রেফতার দেবাঞ্জন দেব প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আমরা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি।সুদীপ্ত সেনকে সামনে রেখে অনেকে করে খেয়েছে।তেমনই দেবাঞ্জন দেবকে সামনেও রেখেও করে খেয়েছে।  দিলীপের ঘোষের এমন মন্তব্যের পর গৌতম দেব জানান, দিলীপ ঘোষ ভুল তথ্য দিচ্ছেন।কোথাও রাজ্য সরকার অর্থের বিনিময়ের টিকা দিচ্ছেনা।

মন্তব্যসমূহ