করোনার কারণে নানা বিধিনিষেধে মোড়া এবারের টোকিও অলিম্পিক

 

করোনা পরিস্তিতির কারণে টোকিও অলিম্পিকে আসা দর্শকদেরও মানতে হবে অনেক বিধি নিষেধ 



সজল দাশগুপ্ত , কলকাতা , ৩০ জুনঃ আগামী২৩ শে জুলাই থেকে জাপানের টোকিওতে অলিম্পিক শুরু হচ্ছে। কিন্তু তার আগে টোকিও এবং জাপানের বিভিন্ন শহরে করোনা মহামারীর বাড়বাড়ন্ত অব্যাহত। কিছুতেই কমছে না করোনা সংক্রমণ। তাই জাপান সরকার জানিয়ে দিয়েছেন আগামী ১২ ই জুলাই লকডাউন উঠার কথা থাকলেও ,গোটা জুলাই মাস থাকবে লকডাউন। করোনা মহামারীর  কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। টোকিও অলিম্পিক যাতে সুষ্ঠুভাবে করা যায় সেই দিকে বিশেষ আলোকপাত করা হচ্ছে। করোনা মহামারীর প্রাক্কালে অলিম্পিক গেমস কে সবথেকে বড় গেম ইভেন্ট বলা হচ্ছে। তাই যাতে কোনরকম খামতি না থাকে সেই দিকেও বিশেষ দৃষ্টি দেওয়া হচ্ছে। অলিম্পিকে অংশগ্রহণকারী সমস্ত ক্রীড়াবিদকে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে , নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে না চললে কোনমতেই অংশগ্রহণ করতে পারবেন না টোকিও অলিম্পিকে ক্রীড়াবিদরা। তবে বিশেষ সূত্রে জানা গিয়েছে অলিম্পিক দেখার ক্ষেত্রে দর্শকদের উপর বিধিনিষেধ থাকবে ।

মন্তব্যসমূহ