শিলিগুড়িতে উদ্ধার সদ্যজাতের মৃতদেহ


সদ্যজাতের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য 



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি, ২৯ জুনঃ সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ২ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন কলোনি সংলগ্ন মহানন্দা নদীর কাছে। জানা গিয়েছে, আজ সকালে সদ্যোজাত শিশুর মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।এরপরই খবর দেওয়া হয় প্রধাননগর থানার পুলিশকে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সদ্যোজাতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মন্তব্যসমূহ