স্কুলের ফি কমানোর দাবিতে আন্দোলনে অভিভাবকরা , শিলিগুড়িতে পথ অবরোধ

 

স্কুলের ফি কমানোর দাবিতে উত্তরবঙ্গে পথ অবরোধ 



 নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি,২৮ জুনঃ স্কুল ফি কমানোর দাবিতে শিলিগুড়ির ইসকন মন্দির রোডে পথ অবরোধ অভিভাবকদের।অভিযোগ, শিলিগুড়ির ইসকন মন্দির রোডে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে গতবছরের তুলনায় এই বছর পড়ুয়াদের ফি বাড়িয়ে দেওয়া হয়েছে।পাশাপাশি করোনার জেরে স্কুল বন্ধ থাকলেও বিদ্যুৎ,জল সহ বিভিন্ন খাতে টাকা নেওয়া হচ্ছে।এরপরই অতিরিক্ত টাকা যাতে না নেওয়া হয় সেব্যাপারে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে সোমবার স্কুলে যান অভিভাবকেরা।কিন্তু অভিভাবকদের অভিযোগ,তাদের কথা শোনেনি স্কুল কর্তৃপক্ষ এবং স্কুলের ফি জমা না দিলে সেক্ষেত্রে পড়ুয়াদের স্কুলে রাখা হবে না বলে জানিয়ে দেওয়া হয়।তারপরেই ক্ষোভে পথ অবরোধ শুরু করেন অভিভাবকেরা।

দীর্ঘক্ষণ ইসকন মন্দির রোডে তারা পথ অবরোধ করেন।যার জেরে আটকে পড়ে বহু গাড়ি।পরে ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পথ অবরোধ ওঠায়।এছাড়াও স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকরা যাতে আলোচনা করে সমস্যার সমাধান করতে পারেন সে ব্যাপারেও উদ্যোগ নিয়েছে ভক্তিনগর থানার পুলিশ।

মন্তব্যসমূহ