পেট্রোপণ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে বামেরা

 

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে পথে বামেদের বিক্ষোভ 



নিজস্ব সংবাদদাতা , রাজগঞ্জ , ২৫ জুনঃ  পেট্রোপণ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজগঞ্জে বিক্ষোভ সিপিআইএম এর।জানা গিয়েছে, শুক্রবার সিপিআইএমের রাজগঞ্জ এরিয়া কমিটির পক্ষ থেকে রাজগঞ্জ ব্লকের আমবাড়ি বাজারে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই বিষয়ে রাজগঞ্জ এরিয়া কমিটির সদস্য খরেন্দ্রনাথ রায় বলেন, কোভিড পরিস্থিতিতে মানুষের উপার্জন নেই।কিন্তু পেট্রোপণ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।তাই দাম কমানোর দাবিতে রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে দাবি জানান তারা।এছাড়াও করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে স্বজনপোষণ ও দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রেড ভলান্টিয়ার্সরা ভ্যাকসিন পাচ্ছে না।

মন্তব্যসমূহ