শিলিগুড়ি পুরসভাকে কোন সহযোগিতাই করেনি রাজ্য সরকার- প্রাক্তণ প্রশাসক অশোক ভট্টাচার্য

 শিলিগুড়ির উন্নয়নে রাজ্য সরকারের অসহযোগিতার অভিযোগ আনলেন প্রাক্তন বাম পুর প্রশাসক অশোক ভট্টাচার্য 




নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি, ৩০ জুনঃ রাজ্যের প্রতিটি পৌরসভা এবং পুরনিগমে করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রাক্তন কাউন্সিলরদের কো-অর্ডিনেটর হিসেবে নিযুক্ত করার নির্দেশিকা জারি করা হলেও শিলিগুড়ি পুরনিগমে এখনও তা কার্যকর করা হয়নি।বুধবার এমনটাই অভিযোগ করলেন শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক অশোক ভট্টাচার্য।এদিন দার্জিলিং জেলা সিপিএমের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান তিনি।পাশাপাশি করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার এবং শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ড সম্পূর্ণ ব্যর্থ বলেও অভিযোগ করেন।ইতিমধ্যেই একাধিক অভিযোগে রাজ্যের পুর ও নগরউন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকেও চিঠি দিয়েছেন অশোক  ভট্টাচার্য বলেন, সম্প্রতি পুরনিগমের প্রশাসক বোর্ড বায়োমাইনিং প্রকল্পের সূচনা করেছে।বাম পরিচালিত পুরবোর্ডের সময় কেন্দ্র সরকারের আর্থিক অনুদানে ওই প্রকল্পের সূচনা করেছিলাম আমি।অথচ রাজ্য সরকারের কাছ থেকে এখনও পর্যন্ত একটিও নতুন প্রকল্পের অনুমোদন বা নতুন প্রকল্পের জন্য আর্থিক অনুদান আনতে পারেনি বর্তমান প্রশাসক বোর্ড।তিনি আরও বলেন, বিধানসভা নির্বাচনের পর রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করে সমস্ত পুরনিগম এবং পৌরসভায় কাউন্সিলরদের কো-অর্ডিনেটর হিসেবে নিযুক্ত করার কথা জানানো হয়েছে।অশোক ভট্টাচার্য বলেন, সম্প্রতি পুরনিগমের প্রশাসক বোর্ড বায়োমাইনিং প্রকল্পের সূচনা করেছে।বাম পরিচালিত পুরবোর্ডের সময় কেন্দ্র সরকারের আর্থিক অনুদানে ওই প্রকল্পের সূচনা করেছিলাম আমি।অথচ রাজ্য সরকারের কাছ থেকে এখনও পর্যন্ত একটিও নতুন প্রকল্পের অনুমোদন বা নতুন প্রকল্পের জন্য আর্থিক অনুদান আনতে পারেনি বর্তমান প্রশাসক বোর্ড।তিনি আরও বলেন, বিধানসভা নির্বাচনের পর রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করে সমস্ত পুরনিগম এবং পৌরসভায় কাউন্সিলরদের কো-অর্ডিনেটর হিসেবে নিযুক্ত করার কথা জানানো হয়েছে।

মন্তব্যসমূহ