এস এস কে এমে দু'বছরের শিশুর গলা থেকে বেরোল পেরেক, জীবন দান চিকিৎসকদের

 

এস এস কে এমে ২ ঘন্টার সফল অস্ত্রোপচার , ২ বছরের শিশুর গলা থেকে পেরেক বের করে জীবন দান চিকিৎসকদের 



সজল দাশগুপ্ত , কলকাতা , ২৭ জুনঃ নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এলো বছর দুয়েকের একটি শিশু। খেলতে খেলতে শিশুটি একটি আস্ত পেরেক গিলে ফেলে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের হাতি গাছা এলাকায়। এরপর শিশুটির প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়। এবং শিশুটি অবস্থা ক্রমশ সঙ্কটজনক হতে থাকে। সাথে সাথে শিশুটিকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা সাথে সাথে কলকাতা এসএসকেএম হাসপাতালে রেফার করে দেন শিশুটিকে। এরপর রবিবার দিন এসএসকেএম হাসপাতালে টানা ২ ঘন্টা অস্ত্রোপ্রচার হওয়ার পর শিশুটির গলা থেকে পেরেক টি থেকে বের করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন ছয় থেকে সাত সেন্টিমিটার শ্বাসনালীর দেয়ালে ছিদ্র হয়ে গিয়েছিল পেরেক টির থেকে। বর্তমানে শিশুটি অনেকটাই ভালো আছে।

মন্তব্যসমূহ