টিকাকরণকে ঘিরে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

 শিলিগুড়িতে করোনা টিকাকরণকে কেন্দ্র করে বিক্ষোভ 



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি,২৯ জুনঃ শিলিগুড়ি পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের মাতৃসদনে নির্দিষ্ট সময়ে টিকাকরণ শুরু না হওয়ায় বিক্ষোভ দেখালেন টিকা নিয়ে আসা মানুষেরা। জানা গিয়েছে, এদিন দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে থাকার পর নির্দিষ্ট সময়ে টিকাকরণ শুরু না হওয়ায় ক্ষুব্ধ হন মানুষেরা।এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। টিকা নিতে আসা মানুষদের অভিযোগ, ভোর ৪টা থেকে লাইনে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে থাকার পর সকাল ১১টা বেজে গেলও স্বাস্থ্য কর্মীরা আসেননি।বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে ১২০জনকে টিকা দেওয়া হবে।সেই নির্দেশিকা অনুযায়ী টোকেন দেওয়া হচ্ছে না।পাশাপাশি সরকারি সময়সীমা অনুযায়ী কাজ হচ্ছে না বলে অভিযোগ করেন তারা।

মন্তব্যসমূহ