ভিনরাজ্য থেকে যুবতীদের নিয়ে এসে জোর করে দেহ ব্যবসা , অবশেষে নিষিদ্ধপল্লীর ত্রাস উকিল মাহাতোকে গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২৭ জুনঃ নিষিদ্ধপল্লীতে জোর করে আটকে রাখা হত যুবতীদের।বাড়ি যেতে চাইলেও নানাভাবে ভয় দেখিয়ে আটকে রাখা হত যুবতীদের।অবশেষে নিষিদ্ধপল্লীর ত্রাস উকিল মাহাতোকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ। কিছুদিন আগে অসমের এক যুবতীকে নিষিদ্ধপল্লী থেকে উদ্ধার করে পুলিশ।যুবতীকে জোর করে সেখানে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ।এরপরই উকিল মাহাতোর নামে অভিযোগ দায়ের হয় শিলিগুড়ি থানায়।বাগডোগরা থানাতেও তাঁর নামে অভিযোগ রয়েছে।কিছুদিন ধরে সে গা ঢাকা দিয়েছিল।শনিবার রাতে পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ ও শিলিগুড়ি থানার পুলিশ উকিল মাহাতোকে গ্রেফতার করেছে।ধৃতের নিষিদ্ধপল্লী ছাড়াও সন্তোষীনগরেও একটি বাড়ি রয়েছে।যেখানে ভিনরাজ্য থেকে যুবতীদের নিয়ে এসে জোর করে দেহ ব্যবসা করানো হত বলে অভিযোগ।
ছবিঃ সংবাদ মাধ্যম
Titles that do this embrace Thunderstruck, Mega Fortune and Wizard of Oz. For example, if a slot recreation payout proportion is 98.20%, the casino will on average pay out $98.20 for every $100 wagered. A computerized model of a basic slot machine, video slots have a tendency to 먹튀사이트 먹튀프렌즈 include particular theming elements, similar to themed symbols, as well as|in addition to} bonus games and additional methods to win. To hold your cash and private information safe whereas gambling online, do your research.
উত্তরমুছুন