কোপা আমেরিকা কাপে আবার মেসিময়

 কোপা আমেরিকা কাপে আর্জেন্টিনার জয়ের ধারা অব্যাহত



সজল দাশগুপ্ত , কলকাতা , ২৯ জুনঃ জয়ের ধারা অব্যাহত রাখল আর্জেন্টিনা।গ্রূপ  এর শেষ ম্যাচে বলিভিয়া কে ৪ -১  ব্যবধানে উড়িয়ে দিয়ে পরবর্তী পর্যায়ে পৌঁছালে মেসির আর্জেন্টিনা। এইবারের কোপা আমেরিকার জয়ের অন্যতম দাবিদার আর্জেন্টিনা। আর্জেন্টিনা গ্রুপ পর্যায়ে টানা তিনটি ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করল। ম্যাচ শুরুর প্রথম থেকেই ঝাঁজালো আক্রমণ করে বলিভিয়াকে দিশাহারা করে দেয় আর্জেন্টিনা। একদিকে পাসিং ফুটবল , অন্যদিকে ফুটবলের সেই ঐতিহ্যের শিল্প , ড্রিবল। একসময়ে মনে হচ্ছিল গোটা মাঠময় শুধুই মেসি আর মেসি ।  ম্যাচের মাত্র ছয় মিনিটে প্রথম গোল করে আর্জেন্টিনা। প্রথমার্ধে ৩ গোল করে নিজেদের জয় রাস্তা প্রশস্ত করে আর্জেন্টিনা। মেসি দুটি গোল করেন, অপর দুটি গোল করেন মার্টিনেজ, এবং ফার্নান্ডেজ।

মন্তব্যসমূহ