লাগামছাড়া মূল্যবৃদ্ধি,কৃষক স্বার্থ বিরোধী তিন কৃষি আইন বাতিলের দাবিতে মালদায় বিক্ষোভ বামপন্থী ট্রেড ইউনিয়নের
নিজস্ব সংবাদপদাতা , মালদা , ২৫ জুনঃ পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগামছাড়া মূল্যবৃদ্ধি,কৃষক স্বার্থ বিরোধী তিন কৃষি আইন বাতিলের দাবি,শ্রমিক স্বার্থ বিরোধী কর্পোরেটদের নির্দেশে শ্রমআইন পরিবর্তন করে শ্রমকোড বাতিলের দাবি,জনস্বার্থ বিরোধী বিদ্যুৎ বিল ২০২০ বাতিলের দাবি,দেশের সব মানুষকে বিনামূল্যে গন টিকাকরণের দাবি,জীবনদায়ী ওষুধ সহ কোভিড আবহে প্রয়োজনীয় স্বাস্থ্য সরঞ্জামের মূল্যবৃদ্ধি রোধ সহ অন্যান্য দাবিতে আজ ২৪শে জুন সারা পশ্চিম বাংলা জুড়ে বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির আহবানে পেট্রোল পাম্পগুলির সামনে প্রতীকী প্রতিবাদ অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয়।মালদা শহরে রাজমহল রোডে বিহানী পেট্রোল পাম্পের সামনে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই প্রতিবাদ কর্মসূচী পালিত হয়।প্রতিবাদ কর্মসূচীর শুরুতেই ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দগন অবস্থান মঞ্চে রান্নার গ্যাসের সিলিন্ডার,চাল,আলু,পেঁয়াজ,সরিষার তেল ইত্যাদি সামগ্রী রেখে ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে "খাবো কি?"এই পোস্টার ও অংশগ্রহণকারী কমরেডদের গলায় অবস্থানের দাবি সম্বলিত পোস্টার গলায় ঝুলিয়ে কর্মসূচি অনুষ্ঠিত করেন।আজকের কর্মসূচিতে বামপন্থী ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের পাশাপাশি সমর্থন জানিয়ে বিভিন্ন ভাতৃপ্রতিম গণসংগঠনগুলির (ছাত্র,যুব,মহিলা,কর্মচারী,শিক্ষক সহ অন্যান্য)নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।অবস্থানে সভাপতিত্ব করেন CITUর ইংরেজবাজার শহর লোকাল কমিটির কার্যকরী সভাপতি অনুপম গুন।বক্তব্য রাখেন CITUর ইংরেজবাজার শহর লোকাল কমিটির সম্পাদক মিন্টু চৌধুরী,সভাপতি নিলয় গাঙ্গুলি,UTUCর জেলা সভাপতি গৌতম গুপ্ত,CITUর জেলা সম্পাদকমণ্ডলী ও রাজ্য ওয়ার্কিং কমিটির সদস্য কৌশিক মিশ্র, নুরুল ইসলাম,কৃষক আন্দোলনের নেতা বিশ্বনাথ ঘোষ(AIAWU),রাসেন্দ্র কুমার রায়(SKS),গণ আন্দোলনের নেতা অম্বর মিত্র।অবস্থান শেষে আগামী ২৬শে জুন সারা দেশ জুড়ে ইতিমধ্যেই ঘোষিত সারা ভারত সংযুক্ত কিষান সংঘর্ষ মোর্চার আহবানে,তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে ,দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের ৭মাস পূর্তি উপলক্ষে ও মোদি সরকারের সাত বছরের অপশাসনের পূর্তি উপলক্ষে সারা দেশ সারা রাজ্যের সাথে মালদা শহরের সুকান্ত মোড়ের প্রতিবাদ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহবান জানিয়ে আজকের কর্মসূচি শেষ হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন