উত্তরবঙ্গে এবার রাজ্যপালের নিশানায় জি টি এ

 উত্তরবঙ্গে রাজ্যপাল দুর্নীতির  অভিযোগ আনলেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে 



নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২৮ জুলাইঃ গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে দুর্নীতির অভিযোগ তুললেন রাজ্যপাল জগদীপ ধনকর।জিটিএ এর কাজের কোনো স্বচ্ছতা নেই, নির্বাচন হয়নি।আজ দার্জিলিঙের রাজভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করেন রাজ্যপাল।এই বিষয়ে ক্যাগ(কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল)কে দিয়ে তদন্তের কথাও বলেন তিনি। এই প্রসঙ্গে জিটিএ এর প্রাক্তন চেয়ারম্যান অনিত থাপা বলেন, জিটিএ এর অডিটকে স্বাগত জানাই, এটি খুবই গুরুত্বপূর্ণ।অডিট করার কথা আগেও বলা হয়েছিল।আমি যতটুকু জানি আভ্যন্তরীণভাবে জিটিএ তে অডিট হচ্ছে।জিটিএতে কি ধরণের কাজ হচ্ছে পাহাড়ের মানুষ তা ভালো করেই জানেন।   এদিন রাজ্যপালকে কটাক্ষ করে অনিত থাপা আরও বলেন, কেবল রাজনৈতিক প্রচার না করে পাহাড়ের মানুষের জন্য কাজ করতে তার পাহাড়ে আসা উচিত।রাজ্যপালের বিরুদ্ধে পাহাড়ের শান্তি বিঘ্নিত করার চেষ্টার অভিযোগও আনেন তিনি।

মন্তব্যসমূহ