মালদায় নিকাশি নালার অবস্থা খতিয়ে দেখতে রাস্তায় মহকুমা শাসক
নিজস্ব সংবাদদাতা , মালদা , ২৮ জুন: মালদা শহরের নিকাশি নালা পরিদর্শন করলেন সদর মহকুমা শাসক তথা ইংরেজবাজার পৌরসভার প্রশাসক সুরেশচন্দ্র রানো। এদিন সকালে পৌরসভার আধিকারিক এবং কর্মীদের নিয়ে শহরের একাধিক এলাকায় পায়ে হেঁটে পৌঁছে গিয়ে নিকাশি নালার বর্তমান পরিস্থিতি এবং কি অবস্থা পরিদর্শন করেন।
জানা যায় এদিন মালদা শহরের অতুলচন্দ্র মার্কেট, বৃন্দাবনে মাঠ সংলগ্ন এলাকা, বাঁধ রোড় সহ একাধিক এলাকা পরিদর্শন করেন। এ বিষয়ে ইংরেজবাজার পৌরসভার প্রশাসক তথা সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো জানান, শহরের যে সকল ছোটখাটো নিকাশি নালা গুলি রয়েছে সেগুলি পরিদর্শন করা হচ্ছে। তার পাশাপাশি শহরের নিকাশি নালা গুলি প্রতিদিন পরিষ্কার করা হচ্ছে কিনা সেটিও খতিয়ে দেখা হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন