জম্মু কাশ্মীরে ভারতের বিমান ঘাটিতে ড্রোন হানা
নিজস্ব সংবাদদাতা , কলকাতা , ২৭ জুনঃ ভারতে প্রথম ড্রোন হামলা ঘটলো জম্মু বিমানবন্দরে রবিবার সকালে। এর আগে কোনদিনও এরকম ঘটনা ঘটেনি। রীতিমতো চিন্তিত বিশেষজ্ঞ মহল। মনে করা হচ্ছে এ হামলার পিছনে পাকিস্তানের মদত পুষ্ট জঙ্গি সংগঠনের হাত আছে। ভারত-পাক সীমান্তে এর আগে ড্রোন দিয়ে নজরদারি চালানো হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। এমনকি ড্রোন দ্বারা অস্ত্রোপচার করেছে পাকিস্তান। কিন্তু হামলা এই প্রথমবার। বিশেষজ্ঞরা জানাচ্ছে ড্রোন দিয়ে হামলা করলে কে বা কারা লিপ্ত রয়েছে তা কিছুতেই খুঁজে বের করা সম্ভব নয়। এ জন্য রীতিমতো চিন্তিত ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। ভারতকে আরও সচেতন থাকতে হবে, না হলে এরকম হামলা জঙ্গি সংগঠন বারেবারে চালাতে পারে এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞ মহল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন