উত্তরবঙ্গে পুলিশী অভিযানে উদ্ধার প্রচুর মাদক

 কোচবিহার ও ময়নাগুড়ি সীমান্ত এলাকায় নাকা চেকিংএ উদ্ধার প্রচুর ইয়াবা ট্যাবলেট 



নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি,২৮ জুনঃ লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট সহ তিন পাচারকারিকে গ্রেফতার করল ময়নাগুড়ি থানার পুলিশ।ধৃতদের নাম বিপ্লব হুসেন আলি, আজিদুল মিয়াঁ ও হজরত মিয়াঁ।ধৃতরা তিনজনই কোচবিহারের বাসিন্দা।  জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের মাধ্যমে ময়নাগুড়ি থানার পুলিশ জানতে পারে যে কোচবিহার থেকে ময়নাগুড়ি হয়ে প্রচুর পরিমাণ মাদকদ্রব্য পাচার করা হচ্ছে।সেইমতো ময়নাগুড়ি থানার আইসি ভুষন ছেত্রীর নেতৃত্বে কোচবিহার ও ময়নাগুড়ি সীমান্ত এলাকায় নাকা চেকিং শুরু করে পুলিশ।এরপর সেখানেই তিন যুবককে প্রথমে আটক করে পুলিশ।তাদের কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে।

অন্যদিকে শিলিগুড়িতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জাবরাভিটা এলাকা থেকে প্রচুর পরিমাণে অবৈধ মদ উদ্ধার করল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।ধৃতের নাম দীপঙ্কর কাঞ্জিলাল। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদ মজুত করে রেখে ব্যবসা চালাতো।রবিবার গভীর রাতে জাবরাভিটা এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে অবৈধ মদ উদ্ধার করে পুলিশ।সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

মন্তব্যসমূহ