দীর্ঘদিন ধরে হয়নি সমাধান , জলমগ্ন শিলিগুড়ি - জলপাইগুড়ি যাবার বিকল্প রাস্তা , সমস্যায় সাধারণ মানুষ

 বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি - জলপাইগুড়ি যাবার বিকল্প রাস্তা, সমস্যায় সাধারণ মানুষ


নিজস্ব সংবাদদাতা , রাজগঞ্জ , ৩০ জুনঃ উত্তরবঙ্গে শুরু হয়েছে টানা বৃষ্টি। চলবে আগামী শনিবার পর্যন্ত। এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর । ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে তাঁরা । টানা বৃষ্টিপাতের কারণে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে এবং নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগাম পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা গুলিতে সপ্তাহ ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ অক্ষরেখার কারণে সপ্তাহ ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা গুলি তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সাধারণত উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলি ধস প্রবল , তাই অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পার্বত্য এলাকাগুলিতে ধস নামতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন নিচু এলাকা গুলি অতিবৃষ্টির ফলে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই পার্বত্য এবং নিচু এলাকা বসবাসকারী বাসিন্দাদের আগাম সর্তকতা জানানো হয়েছে।

এদিকে টানা বৃষ্টিতে জল জমে থাকার কারণে সমস্যায় রাজগঞ্জের সাহুডাঙ্গি মোড়ের ব্যবসায়ী ও পথচলতি মানুষ।বৃষ্টি হলেই জল জমে থাকছে পাকা রাস্তার উপর।তিন বছর থেকে এই সমস্যায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন বাসিন্দারা। সাহুডাঙ্গি ও আমবাড়ি হয়ে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি যাতায়াতের এটি বিকল্প রাস্তা।এছাড়া গজলডোবা ভোরের আলোতে যেতে এই রাস্তা দিয়েই যেতে হয়।প্রতিদিন প্রচুর যানবাহন চলাচল করে ওই রাস্তা দিয়ে। কিন্তু অল্প বৃষ্টি হলেই সাহুডাঙ্গি মোড়ে পাকা রাস্তায় প্রায় এক হাঁটু জল জমে যায়। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, বৃষ্টি হলেই রাস্তার উপর জল দাঁড়িয়ে যায়।এমনকি দোকানেও জল ঢুকে যায়।জল জমে থাকায় গাড়ি চলাচলের সময় জল ছিটকে দোকানে ঢোকে।এছাড়া পথচলতি মানুষও চরম সমস্যায় পড়েন।নিকাশিনালা করার জন্য গ্রাম পঞ্চায়েত প্রধানকে লিখিতভাবে জানানো হয়েছে।

মন্তব্যসমূহ