প্রথম ডোজ নেওয়ার পর তিন মাস পেরিয়ে গেলেও মিলছে না করোনা ভ্যাকসিন, ক্ষুব্ধ প্রবীণেরা
নিজস্ব সংবাদদাতা , আলিপুরদুয়ার , ২৮ জুনঃ প্রথম ডোজ নেওয়ার তিন মাস পেরিয়ে গেলেও জয়ঁগাতে মিলছে না ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ।সোমবার সকালে আলিপুরদুয়ার জেলার জয়ঁগা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে এসে ক্ষোভ প্রকাশ করলেন প্রবীণ নাগরিকরা। জানা গিয়েছে, এদিন সকালে কয়েকশো প্রবীণ নাগরিক জয়ঁগা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যান।তবে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ না পেয়ে ক্ষুব্ধ হন তারা। প্রবীণরা জানান, ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার তিন মাস পেরিয়ে গেছে।দ্বিতীয় ডোজ নিতে এসে প্রতিদিন ঘুরে যেতে হচ্ছে।টিকা কবে পাওয়া যাবে তা নিয়েও কোনো সদুত্তর দিতে পারছেন না স্বাস্থ্যকর্মীরা।এরফলে হয়রানির শিকার হচ্ছেন তারা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন