উত্তরবঙ্গে বিজেপি'র সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে উত্তরবঙ্গকে অশান্ত করার অভিযোগে পুলিশে অভিযোগ দায়ের

 


উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার বিজেপি'র দাবির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পুলিশে অভিযোগ দায়ের 



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি,২৫ জুনঃ উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিকে সমর্থন করেছেন বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি।এরপরই তার বিরুদ্ধে উত্তরবঙ্গকে অশান্ত করার অভিযোগ তুলে শিলিগুড়ি কমিশনারেটের বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস।এবারে বিধায়কের বিরুদ্ধে আশিঘর ফাঁড়িতেও অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাবগ্রাম ২ তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি কঙ্কণ দাস, যুব ব্লক সম্পাদক গৌতম সাহা সহ দলের অন্যান্য কর্মীরা। প্রসঙ্গত, কিছুদিন আগেই উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি জানিয়েছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা।তারপরেই উত্তরবঙ্গে তৃণমূলের সন্ত্রাস, মানুষের প্রতি বঞ্চনার কথা তুলে এই দাবির সমর্থন করেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি।

বঙ্গভঙ্গের চক্রান্ত করছেন সাংসদ জন বারলা এবং সৌমিত্র খাঁ শুক্রবার এই অভিযোগে জলপাইগুড়ি কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করলো জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শুভব্রত চক্রবর্তী  বলেন, রাজ্যকে ভাগ করার চেষ্টা করছে বিজেপি।রাজ্য ভাগের ইস্যুকে সামনে রেখে অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন সাংসদ জন বারলা এবং সৌমিত্র খাঁ।এই কারণে দুজনের নামে অভিযোগ দায়ের করা হল।প্রশাসন যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তারও দাবি জানান তারা।

মন্তব্যসমূহ