প্যাঙ্গোলিন সহ আটক ৩ পাচারকারী

 

পাচারের আগেই আটক  প্যাঙ্গোলিন সহ তিনজন পাচারকারী  



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি, ২৯মে: গোপন সুত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের আগে একটি জীবিত প্যাঙ্গোলিন সহ প্রায় দেড় কেজি মৃত প্যাঙ্গোলিনের আঁশ উদ্ধার করল শারুগারা রেঞ্জের বনকর্মীরা।ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।ধৃতদের নাম আমজাদ হুসেন,সুনীল ওঁরাও এবং মিজানুর রহমান।ধৃত তিনজনই মাল মহকুমার বাসিন্দা বলে জানা গিয়েছে। সুত্রের খবর, বৃহস্পতিবার রাতে বনকর্মীরা গোপন সুত্রের মাধ্যমে জানতে পারে মালবাজার থেকে কিছু বন্যপ্রাণী ও মৃত বন্যপ্রাণীর দেহাংশ শিলিগুড়ি হয়ে নেপালে পাচার করা হবে।সেইমতো শারুগারা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে গজলডোবা ব্যারেজ এলাকায় ফাঁদ পাতে বনকর্মীরা।সেখানে এই তিন যুবককে আটক করে বনকর্মীরা।তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি জীবিত প্যাঙ্গোলিন ও ১কেজি ৫০০ গ্রামের মতো মৃত প্যাঙ্গোলিনের আঁশ।ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হবে।

মন্তব্যসমূহ