করোনা আক্রান্তদের জন্য কলকাতার বাঙ্গুর হাসপাতালে অক্সিজেন বুথ

 

রাজ্যে স্বস্তি , করোনা আক্রান্তের গ্রাফ নিম্নমুখী, বাঙ্গুর হাসপাতালে অক্সিজেন বুথ 



নিজস্ব সংবাদদাতা , কলকাতা , ৩০ মেঃ রাজ্যে কমলো করণা আক্রান্তের সংখ্যা, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা  আক্রান্ত সংখ্যা ১১ হাজারের কিছু বেশি। যা চিকিৎসক মহলের কাছে যথেষ্ট স্বস্তিদায়ক সংবাদ। তবে মৃত্যুর সংখ্যা খুব একটা হেরফের হয়নি। গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে মোট ১৪৮জনের। এরইমধ্যে বাঙ্গুর হাসপাতাল কে দেশের উল্লেখযোগ্য অক্সিজেন প্রস্তুতকারী সংস্থা অক্সিজেন বুথ উপহার দিল। অনেক ক্ষেত্রে করোনা রোগীকে হাসপাতালে ভর্তি করতে কিছু সময় লেগে যায়, যতক্ষণ না হাসপাতলে ভর্তি হচ্ছে রোগী ততক্ষন অক্সিজেন বুথ থেকে অক্সিজেন নিতে পারবে করণা আক্রান্ত রোগী। যার ফলে প্রাথমিক বিপদ কাটানো সম্ভব হবে।

মন্তব্যসমূহ