সল্পমুল্যে এবার হাতের কাছে করোনা টেস্টের ব্যবস্থা করল উত্তরবঙ্গের একদল মানবিক মুখ

 

ডন বসকো প্রাক্তণীদের উদ্যোগে উত্তরবঙ্গে সল্পমুল্যে করোনা টেস্ট 



কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি, ২৮ মেঃ মাত্র ৫০০ টাকায় করোনার আরটিপিসিআর টেস্টের ব্যাবস্থা করল সিআইআই, ইয়ং ইন্ডিয়ান্স ও  ডন বসকো এলুমনি সংস্থা। জানা গিয়েছে, ডন বসকো প্রাইমারি স্কুলের মাঠে সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই শিবির চলবে।সাধারন মানুষের সুবিধার্থে স্বল্পমূল্যেই আরটিপিসিআর টেস্টের ব্যাবস্থা করা হয়েছে।প্রতিদিন ১০০ জনের সোয়াব টেস্ট এখানে করানো হবে।সংক্রমণ এড়াতে পেমেন্ট করতে হবে অনলাইনেই। ২৬ মে শিবিরের উদ্বোধন হলেও শুক্রবার থেকে চালু হয় সোয়াব টেস্ট।সকাল থেকেই বহু মানুষ লাইন দেয় স্বল্পমূল্যে সোয়াব টেস্ট করানোর জন্য।৪৮-৭২ ঘন্টার মধ্যেই মিলবে রিপোর্ট।

মন্তব্যসমূহ